আগামী বছরে এমএফএস সেবায় আসছে রবি

২৯ আগষ্ট, ২০১৯ ১২:৫৭  
আগামী বছরের প্রথম অর্ধের মধ্যেই মোবাইলে লেন-দেন সেবা চালু করতে যাচ্ছে মোবাইল অপারেটর রবি। ট্রাস্ট ব্যাংকের সঙ্গে যৌথভাবে বিকাশের মতো মোবাইল ফিন্যান্সিয়াল সেবা চালুর অনুমতি দিয়েছে রবির মূল কোম্পানি আজিয়াটা গ্রুপের সহযোগী কোম্পানি আজিয়াটা ডিজিটাল। মোবাইল ফাইন্যান্সিয়াল সেবায় নামার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের সবুজ সংকেত পেয়েছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশ ব্যাংক আজিয়াটা ডিজিটাল লিমিটেড এবং ট্রাস্ট ব্যাংকের সমন্বয়ে গঠিত ট্রাস্ট আজিয়াটা ডিজিটালকে বুধবার কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে অনাপত্তিপত্র দেয়া হয়েছে। এখন কোম্পানি গঠন করে এমএফএস সেবায় নামবে জয়েন্ট ভেঞ্চার কোম্পানিটি। সূতমতে, আগামী বছরের প্রথম অর্ধের মধ্যেই এই কোম্পানির সেবা বাজারে আসবে। ২০১০ সালের ৪ জুলাই ট্রাস্ট ব্যাংক মোবাইল মানি সার্ভিস (টিবিএমএম) চালু করে। প্রথাগত ব্যাংকিং সেবার বাইরে থাকা জনগোষ্ঠী অর্থনৈতিক প্রবাহে নিজেদের অন্তর্ভুক্ত করতে ২০১৩ সালের ১৭ জুন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বা মোবাইল ফোনে ব্যাংকিং সেবা চালু করতে ট্রাস্ট ব্যাংকের সঙ্গে চুক্তি করে রবি। এছাড়াও ডিজিটাল ওয়ালেট সেবা চালু করতে ব্যাংক এশিয়ার সঙ্গেও যুক্ত হয়েছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড।